টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নে ৩৯০০ গরীব অসহায় পরিবারকে ১০ করে বিজিএফ চাউল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।সেই সাথে ৭১জন প্রতিবন্ধী ,২৪ জন বিধবা ও ৬৫ জন বয়স্ক সহ মোট ১৬০ জনকে ভাতা কার্ড প্রধান করেছেন।আজ ২৫ই জুলাই সকাল ১১টার সময় চেয়ারম্যান আনোয়ারী নিজ কার্যালয় ইউনিয়ন পরিষদে চাল বিতরণ আরম্ভ করেন।তখন তিনি হোয়াইক্যং ইউনিয়নের সকল উপকারভোগিদের সামনে রেখে হ্যান্ডমাইক নিয়ে করোনা কালীন সময়ে নিজেদেরকে সতর্কতার সহিত স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।নিয়মিত সাবান দিয়ে হাত ধৌত করা, মাস্ক ব্যবহার সহ বিভিন্ন রকমের দিকনির্দেশা প্রদান করেন।এবং যেকোন সময় জনগনের বিপদাপদে পাশে থাকার আশ্বাস দেন।এসময় উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের সচিব মোহাম্মদ নুরুর হুদা, এবং বিভিন্ন মিডিয়া কর্মীগণ।