টেকনাফ উপজেলার হোয়াইক্যং দৈংগাকাটার এক অসহায় মহিলার বসত ভিটা জবর দখল করতে মরিয়া হয়ে উঠেছে একটি অসাধু চক্র। জবর দখলের অংশ হিসাবে গত সোমবার (২রা নভেম্বর) ফরিদুল আলম,শমসুল আলম ও আরেক শমসু মিলে উক্ত মহিলার বসতবাড়ির দরজা,ঘেরাবেড়া ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর খবর পেয়ে হোয়াইক্যং পুলিশের আইসি সঙ্গিয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা যায়, হাছিনা আক্তার,পিতা: মৃত্যু আব্দু শুক্কুর, দৈংগাকাটা এলাকার আলী আহমদ চেয়ারম্যান এর ব্রীকফিল্ড এর উত্তর পাশে নিজ খরিদা জমিতে টিনের ছাউনি দিয়ে দীর্ঘ ২ বছর ধরে স্বপরিবারে বসবাস করে আসছিল। বসতভিটে হোয়াইক্যং-বাহারছড়া প্রধান সড়কের পাশে হওয়াতে হাছিনা আক্তার একটি ছোট্র দোকান করার চেষ্টা করে। তার সাথে লাগোয়া প্রতিপক্ষ ফরিদুল আলম,শমসুল আলমের দোকান ঘর রয়েছে। প্রতিবেশী হাছিনা আক্তার ও একটি দোকান করার খবর পেয়ে তাদের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। শুরু করে নানান রকম হুমকি ধমকি। এখানে দোকান করতে দেবোনা,করলে কুপিয়ে মারবো বলে হুমকি দেয়। ঘটনার দিন সোমবার প্রকাশ্যে ফরিদ ও শমসু গং দা কিরিচ নিয়ে হাছিনার বসতভিটে তে অবৈধভাবে প্রবেশ করে হামলা ও ভাংচুর করে। এতে বাধা দেয়ায় হাছিনার স্বামী মোঃআলম কে দা দিয়ে কুপানোর চেষ্টা করে। স্থানিয়রা জানায়,ফরিদুল আলম গং প্রতিনিয়ত তাদের উপর অত্যাচার ও গালমন্দ করে। যা “দুর্বলের উপর স্ববলের প্রভাব” বলে মন্তব্য করেছেন এলাকাবাসী। এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাড়ির আইসি এস.আই নুরুল আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,প্রতিপক্ষ জোর করে হাছিনার বসতভিটে দখল বা বে দখল করার খবর শুনে উভয়পক্ষ কে শান্ত থাকার অনুরোধ করেছি। আইনশৃংখলার অবনতি যারা করবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেব।#