মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মুক্তির বাণী স্টুডেন্ট’স ফোরাম,টেকনাফ উপজেলা শাখার আওতাধীন হোয়াইক্যং ইউনিয়ন মুক্তির বাণী স্টুডেন্ট’স ফোরামের পক্ষ থেকে করোনা ভাইরাসের সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয় আজ ২৩/১১/২০ ইং তারিখে।লিফলেট ও মাস্ক বিতরণ কর্মসূচী পরিচালনা করেন টেকনাফ উপজেলা মুক্তির বাণী স্টুডেন্ট’স ফোরামের সহ আইন বিষয়ক সম্পাদক এবং হোয়াইক্যং মুক্তির বাণী স্টুডেন্ট’স ফোরামের সহ সভাপতি শেখ রাসেল। উক্ত মাস্ক ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন হোয়াইক্যং মুক্তির বাণী স্টুডেন্ট’স ফোরামের সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম নাহিদ, সিনিয়র সহ যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লাদেন। যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোছেন, সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক আরিফ, দফতর সম্পাদক শফিকুল ইসলাম জিসান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জিয়াইল কাদের রুমান।
তাদের কাছ থেকে এই বিষয়ে জানতে চাইলে তারা বলেন বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও শীতের এই মৌসুমে দিন দিন করোনা ভাইরাস বৃদ্ধি পাচ্ছে। তাই আমাদের সবার সচেতনতা অবলম্বন করতে হবে।