টেকনাফ থানার ২নং ইউনিয়নের আওতাধীন লেদায় “IOM” এনজিও কর্তৃক চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীর প্রচেষ্টায় ১২০ শয্যার আইসোলেশন স্থাপন করা হয়েছে। আজ ২৭ই জুন (রোজ শনিবার) হ্নীলা ইউনিয়নের সফল চেয়ারম্যান রাসেদ মাহমুদ আলী উদ্বোধন করেছেন। এসময় তিনি বলেন,করোনাকালে হ্নীলা ইউনিয়নের মানুষ যেন কোনো ভাবেই ভোগান্তির শিকার না হন,সেদিকে খেয়াল রেখেই তাঁর পথ চলা।তিনি মিডিয়া কর্মীদের জানান,করোনার শুরু থেকে এপর্যন্ত মানুষকে করোনা ভাইরাসের ব্যাপারে সতর্ক করে আসছেন,সাথে মাস্ক,হেন্ড স্যানিটাইজার, সাবান, চাল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এবং খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। যেকোন সময় মানুষের সেবায় নিজকে নিয়োজিত রাখার প্রচেষ্টায় আছেন,ও হ্নীলাবাসীর ডাকে সব সময় ছাড়া দিতে রাজি আছেন বলে জানিয়েছেন।