“গাছ লাগান, পরিবেশ বাঁচান ” স্লোগানকে ধারণ করে কক্সবাজারের টেকনাফ উপজেলায় হ্নীলা স্টুডেন্ট ফোরামের উদ্যোগে আজ ১৬ আগষ্ট ২০২০ইং রোজঃ রবিবার বিকাল ৩ টায় সময় হ্নীলা ফুলের ডেইল মসজিদের সামনে বৃক্ষরোপনের মাধ্যমে মাস ব্যাপী বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেনঃ
ফোরামের প্রতিষ্টাতা
সভাপতি – মোঃ শাহ্ একরাম, উপদেষ্টা হাঃ নুর কামাল, উপদেষ্টা- হাঃ শাহ নেওয়াজ,
সভাপতি- হাঃ মোহাম্মদ তারেক,
সিনিয়র সহ-সভাপতি : নাছির উদ্দীন,
সহ-সভাপতি- নুরুল আবছার, সহ-সভাপতি : আব্দুর রহমান,
সহ-সভাপতি : সালাহ উদ্দীন আজাদ,
সাধারণ-সম্পাদক:মোহাম্মদ আলী,
যুগ্ম সাধারণ-সম্পাদক:মোহাম্মদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক:শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক -মোহাম্মদ রশিদ,
অর্থ সম্পাদক- সাইদুল আমিন সিহাব এবং সংগঠনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা হাফেজ নূর কামাল বলেছেন“পৃথিবীর বুকে প্রাণিকূলের বেঁচে থাকার পেছনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ মূলত পরিবেশ, আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখে। এক কথায় প্রকৃতির অমূল্য সম্পদ হচ্ছে বৃক্ষ। তাই মুজিবর্ষ উপলক্ষে আগামী ৩ মাস (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) ফলজ,বনজ ও ভেষজ প্রজাতির কমপক্ষে ৩ টি করে গাছ লাগানোর জন্য উদাত্ত আহ্বান জানাই।”