টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা বড়ি সহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে।রবিবার (২৭ মার্চ) আনুমানিক চারটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ -এর সূত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভাস্থ দুবাই প্রবাসী মার্কেট,ডেইলপাড়া সী-বিচ রোড সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা বড়ি বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি বিশেষ আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে রোহিঙ্গা মুহাম্মদ আইয়ুবের ছেলে ইয়ায়েছ (৩০),মৃত জাফরের ছেলে আবুল কালাম (৩১) কে আটক করে।
এসময় তাদের হেফাজতে থাকা ১০ হাজার মাদকদ্রব্য ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান র্যাব।