স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর খুনের দায়ে ৫ জনের যাবজ্জীবন

- আপডেট সময় : ০৩:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর খুনের দায়ে ৫ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদন :
চট্রগ্রাম আদালত চট্টগ্রাম
চট্টগ্রামের জেলার সন্দ্বীপ থানার রহমতপুর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।
সোমবার (২৮ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মোঃ আকবর হোসেন প্রকাশ আকবর (২৮), মোঃ মোশাররফ হোসেন প্রকাশ লিটন (২৫), মোঃ নুরুল আবছার প্রকাশ স্বপন (৩২), আবুল বশর প্রকাশ বশর (৪৭) ও মোঃ সুমন (৩০)।
নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিকো বড়ুয়া বলেন, ‘ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আকবর হোসেন, মোশাররফ হোসেন ও নুরুল আবছার আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে পাঠানো হয়। পলাতক আবুল বশর ও সুমনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।