ভারতের আসামে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এতে প্রায় দু’লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।

- আপডেট সময় : ০৪:৫৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১২১ বার পড়া হয়েছে

ভারতের আসামে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এতে প্রায় দু’লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার ২৯ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, সোমবার বন্যার পরিস্থিতি আরও ভয়াবহ হয়।
প্রতিবেদনে বলা হয়, অতি বৃষ্টির কারণে বেশিরভাগ নদীতে পানি স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে। এছাড়াও অনেক অঞ্চলে পানি বিপৎ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির স্তর বাড়ার কারণে গুয়াহাটিতে ব্রহ্মপুত্র নদের ফেরি এবং জোড়হাটের নেমাতিঘাটের পরিষেবা স্থগিত করা হয়।
আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানায়, সোমবার শিবসাগর জেলার ডেমো থেকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে এই বছরের বন্যায় মৃতের সংখ্যা ১৫ জনে পৌঁছেছে। এছাড়াও ১৭ জেলায় বর্তমানে বন্যার ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ৯০ হাজার ৬৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।