হেলাল উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২৩ পালন উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড, ভোলাচং শাখার উদ্যোগে মাসব্যাপী গাছের চারা বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্যাংক গ্রাহকদের মাঝে ফলদ ও উন্নত মানের কাঠ গাছের চারা বিতরণ করা হয়। এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন শাখা ব্যবস্থাপক আশ্রাফুল হক।
এসময় উপস্থিত ছিলেন, শাখার সহকারী ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম, প্রভাষক শরীফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী দয়াল চন্দ্র পালসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ প্রমুখ।