ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

ডিপজলের জন্য ২৫ লাখ টাকায় খাট বানালেন ব্রাহ্মণবাড়িয়ার দুলাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক
বার্তা সম্পাদক হেলাল উদ্দিন
ডিপজলের জন্য ২৫ লাখ টাকায় খাট বানালেন ব্রাহ্মণবাড়িয়ার দুলাল
ডিপজলের জন্য রাজকীয় খাট বানিয়েছেন ভক্ত ।
প্রিয় তারকার জন্য ভক্তরা নানারকম পাগলামি করে থাকেন। সেসব কাণ্ডকারখানার মাধ্যমে তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। হলিউড-বলিউডে এসব হরহামেশাই দেখা যায়। তবে ঢালিউডে তেমন একটা চোখে পড়ে না।

তবে এবার দেশের জনপ্রিয় অভিনেতা মানোয়ার হোসেন ডিপজলের জন্য ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া ২৫ লাখ টাকা ব্যয়ে একটি খাট বানিয়েছেন। তাকে তিনি তা উপহার দিতে চান।

দুলালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটিতে। ২০০৮ সালে ডিপজল অভিনীত ‘দাদিমা’ সিনেমা দেখার মাধ্যমে এই অভিনেতার প্রতি ভালোবাসা জাগে তার হৃদয়ে। এরপর থেকেই নিয়মিত ডিপজলের সিনেমা দেখা শুরু করেন তিনি। একসময় নিজের অজান্তেই ডিপজলের একজন ভক্ত হয়ে যান।

সেই ভালোবাসা থেকে ডিপজলের জন্য বানালেন ২৫ লাখ টাকার নান্দনিক কারুকার্য খচিত একটি রাজকীয় খাট। খাট তৈরির খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তার দোকানে ভিড় জমাচ্ছেন।

ডিপজলের জন্য ২৫ লাখ টাকায় খাট বানালেন ব্রাহ্মণবাড়িয়ার দুলাল

জানা যায়, ডিপজলকে ভালোবাসে তাকে উপহার দিতে তিন বছর ৮ মাসে নিজ হাতে সুনিপুণ কৌশলে তৈরি করেছেন এই বিশাল খাট। খাটটির দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট এবং প্রস্থ সাড়ে ৬ ফুট। এটি তৈরি করতে আসল আকাশি কাঠ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া নকশায় ব্যবহার করতে হয়েছে ৩৮৭টি গোলাপ ফুলের ডিজাইন ও বিভিন্ন অংশ সংযোগ করতে ব্যবহার করা হয় ৮০টি নাট। প্রতিদিনই অসংখ্য উৎসুক মানুষ আসছেন দুলালের তৈরি করা খাট দেখার জন্য।

দুলাল বলেন, ‘ডিপজল মামার প্রতি ভালোবাসার কারণে তাকে নিজের হাতে বানিয়ে ভিন্ন কিছু উপহার দেওয়ার ইচ্ছা হয়। পরে তিন বছর আট মাসে তাজমহলের ডিজাইনে খাট তৈরি করেছি।’

দুলালের ইচ্ছা, ডিপজল খাটটি উপহার হিসেবে গ্রহণ করবেন।

তিনি জানান, জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে সরাসরি কোনোদিন কথা না হলেও তার প্রতি ভালোবাসা থেকে তাকে মামা নামে ডাকেন।

 

 

Facebook Comments Box

ডিপজলের জন্য ২৫ লাখ টাকায় খাট বানালেন ব্রাহ্মণবাড়িয়ার দুলাল

আপডেট সময় : ০৬:৩৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক
বার্তা সম্পাদক হেলাল উদ্দিন
ডিপজলের জন্য ২৫ লাখ টাকায় খাট বানালেন ব্রাহ্মণবাড়িয়ার দুলাল
ডিপজলের জন্য রাজকীয় খাট বানিয়েছেন ভক্ত ।
প্রিয় তারকার জন্য ভক্তরা নানারকম পাগলামি করে থাকেন। সেসব কাণ্ডকারখানার মাধ্যমে তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। হলিউড-বলিউডে এসব হরহামেশাই দেখা যায়। তবে ঢালিউডে তেমন একটা চোখে পড়ে না।

তবে এবার দেশের জনপ্রিয় অভিনেতা মানোয়ার হোসেন ডিপজলের জন্য ফার্নিচার ব্যবসায়ী দুলাল মিয়া ২৫ লাখ টাকা ব্যয়ে একটি খাট বানিয়েছেন। তাকে তিনি তা উপহার দিতে চান।

দুলালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটিতে। ২০০৮ সালে ডিপজল অভিনীত ‘দাদিমা’ সিনেমা দেখার মাধ্যমে এই অভিনেতার প্রতি ভালোবাসা জাগে তার হৃদয়ে। এরপর থেকেই নিয়মিত ডিপজলের সিনেমা দেখা শুরু করেন তিনি। একসময় নিজের অজান্তেই ডিপজলের একজন ভক্ত হয়ে যান।

সেই ভালোবাসা থেকে ডিপজলের জন্য বানালেন ২৫ লাখ টাকার নান্দনিক কারুকার্য খচিত একটি রাজকীয় খাট। খাট তৈরির খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ তার দোকানে ভিড় জমাচ্ছেন।

ডিপজলের জন্য ২৫ লাখ টাকায় খাট বানালেন ব্রাহ্মণবাড়িয়ার দুলাল

জানা যায়, ডিপজলকে ভালোবাসে তাকে উপহার দিতে তিন বছর ৮ মাসে নিজ হাতে সুনিপুণ কৌশলে তৈরি করেছেন এই বিশাল খাট। খাটটির দৈর্ঘ্য সাড়ে ৮ ফুট এবং প্রস্থ সাড়ে ৬ ফুট। এটি তৈরি করতে আসল আকাশি কাঠ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া নকশায় ব্যবহার করতে হয়েছে ৩৮৭টি গোলাপ ফুলের ডিজাইন ও বিভিন্ন অংশ সংযোগ করতে ব্যবহার করা হয় ৮০টি নাট। প্রতিদিনই অসংখ্য উৎসুক মানুষ আসছেন দুলালের তৈরি করা খাট দেখার জন্য।

দুলাল বলেন, ‘ডিপজল মামার প্রতি ভালোবাসার কারণে তাকে নিজের হাতে বানিয়ে ভিন্ন কিছু উপহার দেওয়ার ইচ্ছা হয়। পরে তিন বছর আট মাসে তাজমহলের ডিজাইনে খাট তৈরি করেছি।’

দুলালের ইচ্ছা, ডিপজল খাটটি উপহার হিসেবে গ্রহণ করবেন।

তিনি জানান, জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে সরাসরি কোনোদিন কথা না হলেও তার প্রতি ভালোবাসা থেকে তাকে মামা নামে ডাকেন।

 

 

Facebook Comments Box