নাসিরনগরে সাংবাদিকদের সাথে আ.লীগ নেতা এম, এ, করিম এর মত বিনিময়

- আপডেট সময় : ০১:৪৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩৬ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন বার্তা সম্পাদক :
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেসক্লাব “সদস্য ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন আওয়ামীলীগ নেতা এম এ করিম।
এ সময় উপস্থিত ছিলেন ফান্দাউক ইউপির চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে আ.লীগ নেতা এম এ করিম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা করেন।
এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও মত বিনিময় ও সার্বিক খোঁজ খবর নেন।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার জন্য মাঠে থাকবেন আ.লীগ নেতা এম. এ. করিম।
তিনি স্থানীয় সাংবাদিকদের বলেছেন, দল যোগ্য মনে করলে আমি মননোয়ন পাব, তবে দলীয় হাই কমান্ড যদি অন্য যে কাউকে মননোয়ন দেন, দলের সিদ্ধান্ত মেনে তার পক্ষেই কাজ করবো।
এসময় নাসিরনগর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিনিধি মোজাম্মেল হক সবুজ, দৈনিক সমকাল প্রতিনিধি মৃধা মোরাদ,যুগান্তর প্রতিনিধি মনির হোসেন, আজকের পত্রিকা প্রতিনিধি বরুন সরকার, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।