ব্রাহ্মনবাড়িয়া তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় নবীনগর উপজেলা চ্যাম্পিয়ন___________

- আপডেট সময় : ০৩:৪৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৫২৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মনবাড়িয়া তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় নবীনগর উপজেলা চ্যাম্পিয়ন___________
হেলাল উদ্দিন বার্তা সম্পাদক দৈনিক বাংলাদেশ দিগন্ত
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকাবাইচ। বৃহষ্পতিবার দুপুরে অনুষ্ঠিত এ নৌকা বাইচ উপভোগ করতে নদীর দু’পাড়ে জড়ো হয় লাখো মানুষ উপস্থিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নৌকা বাইচ-২০২৩ প্রতিযোগিতায় নবীনগর উপজেলা (হলুদ দল) চ্যাম্পিয়ন হয়েছে। তিতাস নদীর শিমরাইলকান্দির গাঁও গ্রাম পয়েন্ট হতে মেড্ডা সরকারি শিশু পরিবার পর্যন্ত এই প্রতিযোগীতায় অংশ নেয় জেলার বিভিন্ন উপজেলার ১৫ টি নৌকা।
জেলা প্রশাসক শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যন আল মামুন সরকার, নবীনগরের উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম ও নবীনগরের এসিল্যান্ড মাহমুদা জাহান সাংবাদিক বৃন্দ প্রমুখ।
পরে প্রধান অতিথি বিজয়ী ১ম স্থান অর্জনকারী নবীনগর উপজেলা, ২য় স্থান অর্জনকারী সরাইল ও ,৩য় স্থান অর্জনকারী আশুগঞ্জ দলকে নগদ টাকা ও ক্রেষ্ট ছাড়াও অংশগ্রহনকারী প্রতিটি নৌকাকে নগদ অর্থ প্রদান করেছেন।