জাকের পার্টির নবীনগরের নির্বাচনী প্রার্থী চুড়ান্তকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৩৪:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১৫৯ বার পড়া হয়েছে

জাকের পার্টির নবীনগরের নির্বাচনী প্রার্থী চুড়ান্তকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
হেলাল উদ্দিন বার্তা সম্পাদক দৈনিক বাংলাদেশ দিগন্ত।
৮ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্জেন মজিবুর রহমান হলরুমে নবীনগর উপজেলা জাকের পার্টির নবীনগরের নির্বাচনী প্রার্থী চুড়ান্তকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫, নবীনগরে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে বিকেলে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় জাকের পার্টির নির্বাচনী কাউন্সিলে বক্তব্য রাখেন জাকের পার্টি কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার।তিনি বলেন-“সংবিধান অনুযায়ী আগামী দ্বাদশ নির্বাচনে অংশ গ্রহণ করবে জাকের পার্টি। তবে প্রশ্ন থেকে যায়, বড় দলসহ সকল দলের অংশগ্রহনে অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ২০২৪ইং সালের জানুয়ারি হউক ফেব্রুয়ারি হউক, প্রস্তুত আছে জাকের পার্টি। এতে যেই দলই জিতবে জাকের পার্টি মেনে নেবে। তবে একটি অবাধ গ্রহনযোগ্য নির্বাচন করার সকল প্রস্তুতি নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেন। অন্যাথায় জাকের পার্টি বিকল্প চিন্তা করবে।এসময় তিনি আরও বলেন, জাকের পার্টি সন্ত্রাস নৈরাজ্যের রাজনীতি বিশ্বাস করে না।বাংলার আঠারো কোটি মানুষের জন্য রাজনৈতিক করে জাকের পার্টির, কোন দলের ব্যক্তি স্বার্থের জন্য নয়”।
মতবিনিময় সবাই সভাপতিত্ব করেন, নবীনগর উপজেলাইউনিট (১) জাকের পার্টির সভাপতি মোঃ কবির হোসেন।নবীনগর উপজেলার জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক রহমত পরিচালনায় বক্তব্য রাখেন,- জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব সেলিম কবির,স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মুফতি শরিফুল ইসলাম সাইফী, আবদুর রশিদ হাওলাদার। এছাড়াও উপস্থিত ছিল কেন্দ্রীয় যুব উলামা ফ্রন্টের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাদপুরী,জাকের পার্টি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন রুমেল, প্রেসক্লাবের তিন তিনবারের সাবেক সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা,উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান রাসেল, প্রেসক্লাবের প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জাকের পার্টির গণতান্ত্রিক ধারায় গোপন ব্যালটের ভোটে নবীনগর উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ কবির হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেন।