নবীনগরের শ্রীরামপুর ইউনিয়নের রেজতপুর গ্রামের ব্রীজ এখন মরণ ফাঁদ।

- আপডেট সময় : ০৪:৪০:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১২১ বার পড়া হয়েছে

নবীনগরের শ্রীরামপুর ইউনিয়নের রেজতপুর গ্রামের ব্রীজ এখন মরণ ফাঁদ।
হেলাল উদ্দিন নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের রেজতপুর ব্রীজটি চলাচলের অনুপযোগী হয়ে যাত্রীবাহী যানবাহনের প্রতিনিয়ত দূর্ঘটনায় মরণ ফাঁদে পরিনত হয়েছে।
জানা যায়, গত ৫ বছরে উপজেলা জুড়ে উন্নয়ন হলেও কোন উন্নয়নের ছোয়া লাগেনি উপজেলার আলীয়াবাদ- গোপালপুর সড়কে। ওই সড়কে রেজতপুর গ্রামের ব্রীজটি মরণ ফাঁদে পরিনত হয়েছে।
জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন,ঘটছে নানান দুর্ঘটনা, ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে আলীয়াবাদ, রেজতপুর,কান্দি,আইতলা, গোপালপুর,সাদেকপুর, ইসলামপুর,শ্রীরামপুর, নাসিরাবাদ,মানিকনগরসহ ওই এলাকার হাজার হাজার মানুষ। এছাড়া উপজেলা সদরে শিক্ষা নিতে আসা স্কুল কলেজের ছাত্র/ছাত্রী সহ চিকিৎসা সেবা নিতে আসারা পড়ছে অন্তহীন দূর্ভোগে।
এবিষয়ে একাধিক পথচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্রীজটি নতুন করে করার প্রত্যয় ব্যক্ত করে তাদের দূর্ভোগ লাঘব যথাযথ কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করে।