নবীনগরে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:০১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন বার্তা সম্পাদক দৈনিক বাংলাদেশ দিগন্ত।
ব্রাক্ষণবাড়িয়ার ঐতিহ্যবাহী নবীনগর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী বিষয় ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ প্রশিক্ষণ কর্মশালায় নবীনগর উপজেলার ৯০ জন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহন করেছেন।
এসোসিয়েশনের সভাপতি আবু কামাল খন্দকারের সভাপতিত্বে ও এসোসিয়েশনের অর্থ সম্পাদক এ কে এম আসাদুজ্জামান কল্লোল এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে এম ওয়াজেদ উল্লাহ জসিম, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, সিরাজুল ইসলাম, হাজী নুরুল ইসলাম, মোশারফ হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোঃ আলমগীর খন্দকার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার ট্রেইনার মো: লুৎফুর রহমান, দেবব্রত ভট্রাচার্য্য, মোহাম্মদ মনির হোসেন।