নবীনগরে বীরগাঁও স্কুল এন্ড কলেজের ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে বখাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড।

- আপডেট সময় : ১১:২৩:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

নবীনগরে বীরগাঁও স্কুল এন্ড কলেজের ছাত্রীকে ইভটিজিং করার অপরাধে বখাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড।
হেলাল উদ্দিন বার্তা সম্পাদক দৈনিক বাংলাদেশ দিগন্ত
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা ইভটিজিং, ভয়াবহ এক সামাজিক ব্যাধি। এই স্লোগানকে সামনে রেখে আজকে বীরগাঁও স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এক বখাটে ছেলেকে ইভটিজিং এর অপরাধে ০৬ মাসের কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। ছেলেটির মোবাইলে বিভিন্ন মেয়েদের সাথে আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া যায় এবং মোবাইলটি জব্দ করা হয়েছে। এছাড়া ০৬ মাস কারাদণ্ড ভোগের পর এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে মর্মে মুচলেকা নেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কোথাও কোনো ইভটিজিং এর ঘটনা ঘটলে সাথে সাথে উপজেলা প্রশাসনকে অবগত করুন। সকলকে আহবান করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান । তিনি আরো বলেন আমি নবীনগর কে একটি মডেল থানা হিসেবে রূপান্তরিত করব ইভটিজিং বাল্যবিবাহ বন্ধ করে সুশীল সমাজ গড়তে চাই । ইভটিজিং যারা করবে তাদেরকে বিন্দু পরিমাণ কোন ছাড় দেওয়া হবে না তাদেরকে আইনগত ব্যবস্থা নিয়ে ছয় মাসের জেল প্রদান করা হবে।