পীরজাদা হযরত মাওলানা সৈয়দ রুহুল আমিন কুদরতি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে

বার্তা সম্পাদক হেলাল উদ্দিন দৈনিক বাংলাদেশ দিগন্ত।
ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কৃতি সন্তান বেরুন গ্রামের রুহানিয়া দরবার শরীফ এর গদ্দিনিশীল পীরজাদা হযরত মাওলানা সৈয়দ রুহুল আমিন কুদরতি সাহেব এ আহ্বান করছেন ।
ঈদে আজম ঈদে মিলাদুন নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুমিন মুসলমান নর নারীর জন্য অত্যন্ত নিয়ামতপূর্ণ সময়। যে সময় আমার নবী এই ধরা ধামে আগমন করেন তখন আল্লাহ ফেরেশতা দেরকে নিযে আনন্দ উল্লাসে আমার নবীর উপড় দরুদ সালাম পেশ করেন।তাই আমরাও বেরুইন কুদরতে রুহানি দরবার শরীফের পক্ষ থেকে নবীর আগমনে জোসনে জুলুসে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য সকলকে আহবান করিতেছি।আহলান সাহলান ইয়া রাসুলুল্লাহ।
Facebook Comments Box