নবীনগর থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ গ্রেফতার ০৩

- আপডেট সময় : ১০:১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩ ৩৭৯ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেন মহোদয় এর নির্দেশে নবীনগর থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানকালে এসআই/আক্কাস আলী সঙ্গীয় ফোর্সসহ ০২/১০/২৩খ্রিঃ তারিখ ১১:৩০ ঘটিকার সময় নবীনগর থানাধীন শিবপুর ইউপিস্থ ওয়ারুক সাকিনের ওয়ারুক টু নবীনগর সিএনজি স্ট্যান্ড হইতে ১০০ গজ পশ্চিম পার্শ্বে শিবপুর টু নবীনগর রোডে জনৈক বিল্লাল মিয়ার চা দোকানের সামনে রাস্তার উপর চেকপোষ্ট অভিযান পরিচালনা করিয়া আসামী ১. মতিউর রহমান(৪০), পিতা-মোঃ মতলিব ,স্থায়ী: গ্রাম- শ্যামারকান্দি, উপজেলা/থানা- বিশ্বম্ভরপুর, জেলা -সুনামগঞ্জ, বাংলাদেশ ২. মোছাঃ জেসমিন আক্তার(২২), পিতা-মোঃ সাইদুর রহমান , স্বামী/স্ত্রীমোঃ হাফিজুর রহমান ,স্থায়ী: গ্রাম- নদনা (সুলতান মেম্বারের বাড়ী, পোঃ মাইজহাটি) , উপজেলা/থানা- কটিয়াদি, জেলা -কিশোরগঞ্জ, বাংলাদেশ ৩. হালিমা বেগম(২৪), পিতা-মৃত দলিল আহম্মেদ, স্বামী/স্ত্রীমোঃ সোহাগ ,স্থায়ী: গ্রাম- আখাউড়া রেল স্টেশন (পশ্চিম কলোনী, মেথর পট্টির পাশে) , উপজেলা/থানা- আখাউড়া, জেলা -ব্রাহ্মণবাড়িয়াগনের দখল হইতে ২৪ (চব্বিশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীগনের বিরুদ্বে মাদক দ্রব্য আইনে আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযান অব্যাহত আছে।