নবীনগরে শিবপুর সিএনজি স্ট্যান্ড থেকে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার

- আপডেট সময় : ১২:৪৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ৬২ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন বার্তা সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা শিবপুর ক্যাম্প ইনচার্জ এস আই আক্কাস আলীসহ সঙ্গীও ফোর্সের মাধ্যমে শিবপুর সিএনজি স্ট্যান্ড থেকে ৬ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত নারীগন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বিষ্ণুপুর ইউনিয়নের চতলপুর গ্রামের(১) হেলেনা বেগম (৪০) স্বামী নেকাব্বর এবং একই জেলা ও থানার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামের বাসিন্ধা (২) রফিয়া বেগম (৫০) স্বামী রেনু মিয়াকে শরিলের পেটের মাধ্যমে কস্টিপ দিয়ে বাঁধানো অবস্থায় গ্রেফতার করেন ।
এস, আই আক্কাস আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটের সময় শিবপুর সি এন জি স্ট্যান্ড থেকে ৬ কেজি গাঁজা সহ দুই নারীকে গ্রেফতার করি এবং মাদক নিয়ন্ত্রণের জন্য সব সময় অভিযান অব্যাহত থাকবে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুব আলম বলেন,উপরোক্ত আসামীকে মাদক সহ হাতেনাতে গ্রেপ্তার হয়েছে। নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মাদক উদ্ধার অভিযান অব্যাহত আছে।