নবীনগরে শেখ রাসেল দিবস উপলক্ষে আনন্দ র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত।

- আপডেট সময় : ১২:৪৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন বার্তা সম্পাদক
শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসার আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। বুধবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এসময় শুভ শুভ শুভদিন, শেখ রাসেলের জন্মদিন-এ স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। বৃক্ষরোপণ, শেখ রাসেল দেয়ালিকা উম্মোচন করার পর মাদ্রাসা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও প্রভাষক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান ভূঁইয়া। সিনিয়র শিক্ষক আসাদুল ইসলামের তত্ত্বাবধানে সভায় শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী শহীদ শিশু শেখ রাসেলের বর্ণাঢ্য জীবনাদর্শ, মানবিক গুণাবলি বক্তব্যে তুলে ধরেন এবং শেখ রাসেল এর মতো মানবিক হওয়ার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন। মিলাদ শরীফ পাঠ করেন প্রভাষক মোঃ বোরহান উদ্দিন রেজা ও দোয়া পাঠ করেন মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের। এসময় মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়েছে।