
- আপডেট সময় : ১০:২১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে

ভোলাচং নার্সারি বাড়ির সাথে পাওয়ানা টাকার জেরধরে হুমায়ুন ও তার পরিবারকে নির্মমভাবে আহত
দৈনিক বাংলাদেশ দিগন্ত
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর ভোলাচং নার্সারীর সাথে হুমায়ুনের বাড়ি, পিতা ফিরোজ মিয়া, হুমায়ুন মিয়া অভিযোগ করেছেন ।নবীনগরে পৌর কাজিমাবাদ ( সালকান্দি) মোঃ আক্তার মিয়ার কাছ থেকে ২৫০০০০ লক্ষ টাকা লাভের উপরে এনে ছিলেন । সে প্রতি মাসেই লাভের টাকা দিয়ে থাকে ২৫০০ হাজার টাকা করে আক্তার মিয়া কে। কিছুদিন আগে হুমায়ুন বলে আমার কাছে যখন টাকা চাই আমি ৬৯ হাজার টাকা দিয়েছি । গত বুধবার আমার বাড়িতে এসে আমার বোনের কাছে টাকা চাই সব টাকা দেওয়ার জন্য কিন্তু আক্তার মিয়া সে মানে নাই । হুমায়ুন বলে তার কিছু লোকজন নিয়ে আমার বোন আমার বাবা আমার মা আমার ভাইকে মারপিট করে আহত করে চলে যান । লেনদেন চাওয়ার ভিতর আমার পরিবারকে নির্মমভাবে আঘাত করেছেন আক্তার মিয়া। । বর্তমান আমার পরিবার চিকিৎসধীন আছেন । আমি এই ঘটনাকে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমার এই বিষয়টা দেখার জন্য । আজকে রাত্রে আমার বাড়ি থেকে ইজি বাইক রাতে নিয়ে যাই । হুমায়ূনের পিতা বলেন পাওনা টাকা নিয়ে আমার পরিবারকে আক্তার মিয়া এভাবে মারধোর করবে আমার জানা ছিল না । আমি গত মঙ্গলবার গুরু বিক্রি করে যে টাকা আমার কাছে ছিল তারা এই টাকা নিয়ে গেছে। সকলের দাবি তারা নিরীহ বিদায় তাদের উপর অত্যাচার করছেন মোহাম্মদ আক্তার মিয়া । আক্তার বলেন অনেক দিন দরে আমার টাকা চাই তাদের কাছে আমাকে দেইনা তাই আমি গত বুধবার তাদের বাড়ি যাই তখন তাদের সাথে আমার ঝগড়া সৃষ্টি হয়।