নবীনগরে ডায়রিয়া চিকিৎসা সচেতনতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে

হেলাল উদ্দিন বার্তা সম্পাদক দৈনিক বাংলাদেশ দিগন্ত।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডায়রিয়া চিকিৎসায় ওআরএস এবং জিংক ট্যাবলেট ব্যবহারের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের অসুস্থতা ও মৃত্যুহার কমানোর কর্মসূচীর অধীনে স্থানীয় ঔষধ বিক্রেতাদের সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ তামিম রায়হান।
এসময় মেডিকেল অফিসারবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা এমটি (ইপিআই) সৈয়দ মেশকাওয়াত হোসেন প্রমুখ।
Facebook Comments Box