নবীনগরে পৌর আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

- আপডেট সময় : ০৯:৫৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ২৪ বার পড়া হয়েছে

নবীনগরে পৌর আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত।
হেলাল উদ্দিন বার্তা সম্পাদক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভা আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের চারতলা ভবনের ছাদে মনোরম পরিবেশে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বুলবুল সরকার।
বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাতুল হক ও রোকেয়া আক্তার এর সঞ্চালনায়
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম রেজাউল করিম সবুজ। দোয়া পরিচালনা করেন ইব্রাহিমপুর মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী।
এসময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম ভূঁইয়া, সহকারী শিক্ষা অফিসার মতিয়ার রহমান, সহকারী শিক্ষা অফিসার শিউলি কর, সহকারী শিক্ষা অফিসার মনছুর আহমেদ, রাজনীতিক মোঃ ইসহাক, হোপ নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান কল্লোল, প্রেসক্লাব সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম রিপন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সালাউদ্দিন বাবু, প্রধান শিক্ষক সুবর্ণা আক্তার, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জানা যায়, এবছর বিদ্যালয়ের ৮৯ জন শিক্ষার্থী ৫ম শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণ করবে।