Travelettes of Bangladesh-নবনির্বাচিত কমিটিকে ট্যুর সেন্টমার্টিন পরিবারের অভিনন্দন
ভ্রমণকন্যাদের সংগঠন “Travelettes of Bangladesh- এর নবনির্বাচিত কমিটিতে ডা:সাকিয়া হক সভাপতি, ডা:মানসী সাহা সাধারণ সম্পাদক, টুম্পা প্রামনিক সহ-সভাপতি, জান্নাতুল ফেরদৌস শুভা সহ- সাধারণ সম্পাদকসহ ১৮ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ” ট্যুর সেন্টমাটিন পরিবার”
ট্যুর সেন্টমাটিন পরিবার আশা করছেন- ডাঃ সাকিয়া হক ও মানসী সাহার নেতৃত্বে মানবতার পাশে থেকে ভ্রমণের মাধ্যমে নারীর ক্ষমতায়নে অগ্রনী ভূমিকা রাখবে।
পাশাপাশি ভবিষ্যত প্রজম্মকে ভ্রমণে উৎসাহিত করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পরিবেশ দূষণ রোধে করণীয়, আত্মরক্ষার বিভিন্ন কৌশল এবং মেয়েদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরিতে নিয়মিত ওয়ার্কশপ আরো এগিয়ে যাবে এই প্রত্যাশায়। নতুন কমিটির জন্য শুভ কামনা রইলো।
শুভেচ্ছান্তে
ট্যুর সেন্টমাটিন পরিবারের পক্ষে
নুর হাকিম আনোয়ার