ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা:অর্থ উপার্জন,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে

কলমে:প্রিয়াংকা নিয়োগী
পুন্ডিবাড়ী,কোচবিহার
____________________
অর্থ উপার্জন করতে সবাই চায়!
অনেকেই চায় চাকরি করতে,
তবে চাকরির অপেক্ষায় বসে না থেকে,
অর্থ উপার্জনের অন্য পথ,
খোজা যেতে পারে।

সরকারি চাকরি বেশিরভাগ মানুষেরই পছন্দ,
শুধু সরকারি চাকরির পেছনে ছুটেই সময় নষ্ট নয়,
সরকারী ছাড়া বেসরকারি চাকরিতেও যে অর্থ উপার্জন হয়।

যদি বাদ দেওয়া যায় প্রসঙ্গ চাকরির,
তাহলে দেখা যাবে কর্মের জন্য আছে,
অন্যান্য কার্যাদি।

এই পৃথিবীতে কোনো কাজই ছোটো নয়,
যদি তা মনে করা যায়।
কোনো মানুষই একদিনে হয় না অর্থবান,
দেখলে জানা যাবে শুরুটা হয়েছিল,
কষ্টের ছায়ার তলে।
পরিশ্রমের ফল পেয়েছে হাতেনাতে,
তারপর জায়গাটিকে ধরে রাখার পালা আসে।

কোনো কাজকে ভালোবেসে,সত্য পথে ও নিষ্ঠার সাথে করলে,
সফলতা আসবে অবশেষে,
তাই শুরু করা যেতে পারে,
শূণ্য থেকে।
একদিন শূন্য থেকেই হয়তো,
চেষ্টায় পৌছাবে “মিলিয়নে” ।

____________

Facebook Comments Box

কবিতা:অর্থ উপার্জন,

আপডেট সময় : ০৮:০০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪

কলমে:প্রিয়াংকা নিয়োগী
পুন্ডিবাড়ী,কোচবিহার
____________________
অর্থ উপার্জন করতে সবাই চায়!
অনেকেই চায় চাকরি করতে,
তবে চাকরির অপেক্ষায় বসে না থেকে,
অর্থ উপার্জনের অন্য পথ,
খোজা যেতে পারে।

সরকারি চাকরি বেশিরভাগ মানুষেরই পছন্দ,
শুধু সরকারি চাকরির পেছনে ছুটেই সময় নষ্ট নয়,
সরকারী ছাড়া বেসরকারি চাকরিতেও যে অর্থ উপার্জন হয়।

যদি বাদ দেওয়া যায় প্রসঙ্গ চাকরির,
তাহলে দেখা যাবে কর্মের জন্য আছে,
অন্যান্য কার্যাদি।

এই পৃথিবীতে কোনো কাজই ছোটো নয়,
যদি তা মনে করা যায়।
কোনো মানুষই একদিনে হয় না অর্থবান,
দেখলে জানা যাবে শুরুটা হয়েছিল,
কষ্টের ছায়ার তলে।
পরিশ্রমের ফল পেয়েছে হাতেনাতে,
তারপর জায়গাটিকে ধরে রাখার পালা আসে।

কোনো কাজকে ভালোবেসে,সত্য পথে ও নিষ্ঠার সাথে করলে,
সফলতা আসবে অবশেষে,
তাই শুরু করা যেতে পারে,
শূণ্য থেকে।
একদিন শূন্য থেকেই হয়তো,
চেষ্টায় পৌছাবে “মিলিয়নে” ।

____________

Facebook Comments Box