ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা:এসেছে বসন্ত,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৩১ বার পড়া হয়েছে

কবিতা:এসেছে বসন্ত,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত,
তারিখ:০৯/০৩/২০২৪
____________________
এসেছে বসন্ত,
রঙের নব প্রারম্ভ,
গুছিয়ে হুটোপুটি করার কিনারা,
এসেছে জীবনের সেরা।
পাখিদের সুরের মধুমেলা,
কোকিলের ডাকের রং অনিন্দ্যলতা,
বাহারি ব্যাপারী ছড়িয়েছে,
তার মতো করে সব দিক দিয়ে,
আজ রঙটাই নতুন রঙের,
বসন্ত সেজেছে নব জোয়ারে।

Facebook Comments Box

কবিতা:এসেছে বসন্ত,

আপডেট সময় : ০১:৩০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

কবিতা:এসেছে বসন্ত,
কলমে:প্রিয়াংকা নিয়োগী,
কোচবিহার,ভারত,
তারিখ:০৯/০৩/২০২৪
____________________
এসেছে বসন্ত,
রঙের নব প্রারম্ভ,
গুছিয়ে হুটোপুটি করার কিনারা,
এসেছে জীবনের সেরা।
পাখিদের সুরের মধুমেলা,
কোকিলের ডাকের রং অনিন্দ্যলতা,
বাহারি ব্যাপারী ছড়িয়েছে,
তার মতো করে সব দিক দিয়ে,
আজ রঙটাই নতুন রঙের,
বসন্ত সেজেছে নব জোয়ারে।

Facebook Comments Box