ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা:সুর মালঞ্চ,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২১ বার পড়া হয়েছে

কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
___________________
সুরে সুরে সুরান্বিত এভুবন,
ঝংকারে বাজে হৃদয়ের মাদল,
কোকিলের ডাক মাতিয়ে তোলে ভুবন,
বাড়িয়ে তোলে
মিষ্টি হয় মনের মনিকোঠা।

বাতাস বহে আপন বেগে,
জোয়ারের শব্দে ওঠে পাল,
মাঝি গান ধরে যাত্রা পানে,
দেয় তাল ধরে ভাটিয়ালি গান।

ফুলেরাও ধরে গান,
পাপরির দ্বারা,
রেখে যায় প্রান্তর ধ্বনি,
তব বাহানায় চলে মনের সাজবাতি,
জোৎস্নানারা গান ধরে আলোর সাজে,
শুনতে পায় সে গান অবচেতন মনে।

তানপুরায় চলে মানব নখের গতি,
জীবন ঝংকারে বয়ে চলে আলো আধারের বাতি।

Facebook Comments Box

কবিতা:সুর মালঞ্চ,

আপডেট সময় : ০১:০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কবি:প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত
___________________
সুরে সুরে সুরান্বিত এভুবন,
ঝংকারে বাজে হৃদয়ের মাদল,
কোকিলের ডাক মাতিয়ে তোলে ভুবন,
বাড়িয়ে তোলে
মিষ্টি হয় মনের মনিকোঠা।

বাতাস বহে আপন বেগে,
জোয়ারের শব্দে ওঠে পাল,
মাঝি গান ধরে যাত্রা পানে,
দেয় তাল ধরে ভাটিয়ালি গান।

ফুলেরাও ধরে গান,
পাপরির দ্বারা,
রেখে যায় প্রান্তর ধ্বনি,
তব বাহানায় চলে মনের সাজবাতি,
জোৎস্নানারা গান ধরে আলোর সাজে,
শুনতে পায় সে গান অবচেতন মনে।

তানপুরায় চলে মানব নখের গতি,
জীবন ঝংকারে বয়ে চলে আলো আধারের বাতি।

Facebook Comments Box